Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত ডাক্তারের নামে প্যাথলজি রিপোর্ট

তিনজনের কারাদন্ড

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

বরিশাল মহানগরীর জর্ডন রোডে সেন্ট্রাল মেডিক্যাল সার্ভিসেস নামের একটি ডায়গনস্টিক ল্যাব মৃত এক ডাক্তারের নামে ভূয়া রিপোর্ট প্রদানের দায়ে প্রতিষ্ঠনটি সিলগালা ছাড়াও এর মালিকসহ এক চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার রাতে সিভিল সার্জনের প্রতিনিধি ও র‌্যাবকে সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ অভিযান চালান।
অভিযানকালে আদালত দেখতে পান সেন্ট্রাল মেডিক্যাল সার্ভিসেস থেকে মরহুম ডা. গাজী আমানুল্লাহ নামের এক চিকিৎসকের স্বাক্ষরে প্যাথলজি রিপোর্ট দেয়া হচ্ছে। অথচ ঐ চিকিৎসক ঢাকার একটি হাসপাতালে গত ১৯ জুলাই ইন্তেকাল করেন। এসময় প্রতিষ্ঠানটির মালিক জসিম উদ্দিন মিলন ও এ কে চৌধুরীকে ছয় মাসের সাজা দেয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটিতে কর্মরত ডা. নুর এ সৈকত নিজেকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক বলে মিথ্যা পরিচয় দিয়ে কাজ করার অপরাধে তাকেও ছয় মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যাথলজি-রিপোর্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ