মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো ৭ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নেয়া তৃতীয় পরীক্ষায়ও পজিটিভ হয়েছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবালয় গত বুধবার একথা জানিয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২১ জুলাই প্রেসিডেন্টের তৃতীয় দফা পরীক্ষারও পজিটিভ ফলাফল দেখায়’। এতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্সিয়াল মেডিকেল টিমের সাথে প্রেসিডেন্ট বলসোনারো এখনও ভাল আছেন’।
একাধিকবার কোভিড-১৯ কে ‘সামান্য ফ্লু’ বলে মন্তব্য করায় সমালোচিত হয়েছেন বলসোনারো। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫০ হাজারেরও কাছাকাছি। মারা গেছেন ৮২ হাজার ৮৯০ জন এবং সুস্থ হয়ে পরিবারে ফিরেছেন ১৫ লাখ ৩২ হাজারের বেশি করোনা রোগী। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।