Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত হওয়ায় জুতাপেটা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০২ এএম

বিল্ডিংয়ে বসবাস করায় করোনা আক্রান্ত ব্যক্তিকে ছেলের সামনেই জুতাপেটা ও তার অন্তঃসত্তা স্ত্রীকে হেনস্থা করেছে প্রতিবেশীরা। এ নির্মম ঘটনা ঘটেছে ভারতের কলকাতার পাটুলি থানার কেন্দুয়ায় একটি বহুতল ভবনে। আনন্দবাজারে প্রকাশিত খবরে বলা হয়, অন্তঃসত্তা নারীর স্বামী করোনা আক্রান্ত এবং হোম আইসোলেশনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ। এরপরও ওই ফ্ল্যাটে তার থাকা নিয়ে বেশ কয়েক দিন ধরেই প্রতিবেশীরা আপত্তি জানাচ্ছিলেন। এ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কয়েকবার বাকবিতন্ডা হয়। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির স্ত্রী ছাদে গেলে তার উদ্দেশে ভবনের কয়েকজন আপত্তিকর মন্তব্য করেন। তিনি এবং তার স্বামী এই ঘটনার প্রতিবাদ করলে, তাদের হেনস্থা করা হয়। ছেলের সামনেই ওই লোককে জুতা পেটা করা হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। তার দাবি, তাকেও হেনস্থা করা হয়েছে। এ বিষয়ে পাটুলি থানায় ই-মেইল করে অভিযোগ জানিয়েছেন ওই দম্পতি। পুলিশ আক্রান্তের সঙ্গে কথাও বলেছে। ঠিক কী ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই ভবনের বাসিন্দারা। তাদের দাবি, এমন কোনো ঘটনাই ঘটেনি। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ