মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৮ বছর পর
ইতালির লোম্বারডিতে পাহাড়ের ওপর ছোট্ট গ্রাম মোরতেরোন। আট বছর পর ওই গ্রামে কোনো শিশুর জন্ম হলো। নতুন বাসিন্দা ডেনিসের আগমনে ইতালির ক্ষুদ্রতম গ্রামটির লোকসংখ্যা বেড়ে হলো ২৯ জন। যে বাড়ির শিশু, তার দরজায় রিবন দিয়ে সাজিয়ে পুরো ব্যাপারটার মধ্যে একটা উৎসবের আমেজ এনেছেন গ্রামবাসীরা। সবাই উৎফুল্ল। নবজাতকের নাম রাখা হয়েছে ডেনিস। ইতালির পুরোনো প্রথা হলো, গ্রামে কোনো শিশুর জন্ম হলে সে বাড়ির দরজায় রিবন বেঁধে সবাইকে তা জানান দেওয়া। ছেলেশিশু হলে নীল রিবন আর মেয়ে হলে গোলাপি। দ্য গার্ডিয়ান।
রিজার্ভ ফোর্সে
আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের উত্তেজনা দিন দিন বৃষ্টি পাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মধ্য এশিয়ার দেশ আজারবাইজান সরকার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আহŸানে সাড়া দিয়ে ৫০ হাজারের বেশি মানুষ রিজার্ভ ফোর্সে নাম লিখিয়েছে। প্রতিবেশী শত্রæভাবাপন্ন দেশ আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অতিরিক্ত সৈন্য লাগবে বলে আলিয়েভে ঘোষণা দিয়েছিলেন। আজারবাইজান থেকে আরান নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট আলিয়েভের কয়েকদিন আগের ওই আহŸানে সাড়া দিয়ে অন্তত ৫০ হাজার মানুষ দেশের রিজার্ভ ফোর্সে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে। আরান নিউজ,পার্সটুডে।
কিনে নিয়েছে
চীনের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)-এর প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস-কে কিনে নেওয়ার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য সফরকালে দেশটির এমপিদের সঙ্গে এক বৈঠকে এমন অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও এ ধরনের বিবৃতির বিস্তারিত কিছু ডবিøওএইচও জানে না, কিন্তু যে কোনও ধরনের বিদ্বেষম‚লক ও ভিত্তিহীন অভিযোগ আমরা প্রত্যাখ্যান করি।’ বিবিসি।
ক্ষতিপূরণ চাইবে
অবরোধ আরোপকারী চারটি আরব দেশের কাছ থেকে পাঁচশো কোটি ডলার ক্ষতিপ‚রণ আদায় করতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। বুধবার বিমান সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ওই চারটি দেশে তাদের কার্যক্রম বন্ধ থাকা, বিনিয়োগম‚ল্যের ক্ষতি এবং বিশ্ব জুড়ে তাদের কার্যক্রমের ক্ষতি সাধন করায় এই অর্থ পেতে আরব্রিট্রেশন নোটিশসহ সব ধরনের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল-জাজিরা।
ত্রাণ দিতে গিয়ে
লকডাউনের সময় গত জুন মাসে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছতে গিয়ে নিখোঁজ হয়ে যান পাঁচ ত্রাণ কর্মী। বুধবার ফের তাদের খোঁজ মিলল একটি ভিডিও ক্লিপিংয়ে। সেখানে দেখা যাচ্ছে তাদের হাঁটু মুড়ে বসিয়ে লাল কাপড়ে চোখ বেঁধে গুলি করে হত্যা করছে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়। কেউ এখনও দায় না স্বীকার করলেও প্রশাসনের প্রাথমিক অনুমান, বড় অঙ্কের ক্ষতিপ‚রণের উদ্দেশ্যেই জঙ্গি সংগঠন বোকো হারামই এই কাজ করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।