বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি বুধবার যশোরে সংবাদ সম্মেলন করে অবিলম্বে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছে। নেতৃবৃন্দ বলেছেন, ভবদহ জনপদের যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার প্রায় ২শ’ গ্রাম এবং হাজার হাজার আবাদী জমি ডুবতে বসেছে আবার। অথচ বরাবরের মতো মহল বিশেষ ভবদহ জনপদকে জলভূমি প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। নেতৃবৃন্দ অবিলম্বে পানি নিষ্কাশনের জন্য জোয়ার আধার প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার দাবি জানান।যশোরের অস্থায়ী কার্যালয়ে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, সদস্য সচিব চৈতন্য পাল, উপদেষ্টা হাচিনুর রহমান, নাজিমুদ্দিন আহমেদ, জিল্লুর রহমান ভিটু। সংবাদ সম্মেলনে বলা হয়, ভবদহ জনপদকে রক্ষা ও পানি অপসারণের দাবিতে ৯আগস্ট স্মারকলিপি দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।