Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে চাপ সৃষ্টির আহ্বান ওআইসির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ৮:৪৪ পিএম

করোনা পরিস্থিতিতে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য তেল আবিব সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি।

৫৭ জাতির এ সংস্থার মহাসচিব এক বিবৃতিতে ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের স্বাস্থ্য পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে- ফিলিস্তিনি বন্দীদের অনেকেই প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন। এ অবস্থায় হাজার হাজার ফিলিস্তিনি বন্দির জীবন-মৃত্যুর জন্য ইসরাইলকে দায়ী করেছে ওআইসি। ফিলিস্তিনি বন্দীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য ওআইসি ইসরাইলকে দায়ী করেছে।

ইসরাইলের কারাগারে হাজার হাজার নারী-পুরুষ এবং শিশু বন্দি রয়েছেন যাদের মধ্যে অনেকেই কথিত প্রশাসনিক ডিটেনশনে রয়েছেন। সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ