বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতের কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল ( ফ্রাই অ্যাশ)বোঝাই একটি জাহাজ চাঁদপুর মেঘনায় প্রবল ঘূর্ণয় স্রোতে ডুবে যায়। তবে জাহাজের ১৪ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড।
মঙ্গলবার(২১জুলাই) সন্ধ্যার আগ মুহূর্তে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে এমভি ইজ্জাহ-৩ জাহাজটি ডুবে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে যায় এবং মেঘনা নদী থেকে জীবিত অবস্থায় ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করে।
গত ৫ দিন আগে ভারতের কলকাতা থেকে এমভি ইজ্জাহ-৩ জাহাজটি ৮শ'৬০ মেট্রিকটন ফ্লাই অ্যাশ (সিমেন্টের কাঁচামাল) নিয়ে বাংলাদেশের মেঘনা ঘাটের উদ্দেশ্যে রওনা করে।
জাহাজটি মঙ্গলবার চাঁদপুর মেঘনা নদীর হরিনা এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে নোঙ্গর করে। পরে স্রোতের চাপ বেড়ে গেলে নোঙ্গর ছিঁড়ে পাশের অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার এ এস এম লুৎফর রহমান জানান, উদ্ধার হওয়া জাহাজের নাবিকরা সবাই নিরাপদে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।