Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় দুই পুলিশ সদস্য করোনা মুক্ত আরো পাঁচজন করোনায় আক্রান্ত

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১০:১৯ এএম

পুঠিয়ায় দুই পুলিশ সদস্য করোনা মুক্ত হয়েছে এবং আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা মুক্ত দুই পুলিশরা হলেন, পুঠিয়া থানার কনস্টেবল অলিমুল বারেক (৩৬) ও মনিরুল ইসলাম (৩৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স সূত্রে জানাগেছে, গত ২৩ জনু পুঠিয়া থানার দুই পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয় এবং গত ৩০ জুন তাদের করোনা পজেটিভ আসে। গতকাল ২১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের করোনা নেগেটিভের সার্টিফিকেট দেওয়া হয়। বর্তমানের তারা স্বাস্থ্য বিধি মেনে সাধারণ ভাবে চলাচল করবেন। করোনায় আক্রান্তরা হলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের শামসুল হকের ছেলে ফজলু (৩৮), উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ গ্রামের আকরাম আলীর মেয়ে লিজা খাতুন (২৪), একই গ্রামের আরিফুল ইসলাম (৩২), একই ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী মঞ্জুরা বেগম (৫৫) ও উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী উম্মে আতিয়া (২৩)। আক্রান্ত পাঁচজনকে নিয়ে উপজেলায় করোনায় আক্রন্তের সংখ্যা দাড়িয়েছে ৩৮ জন এবং এ পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছে ১৫ জন। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার জানান, গত ১৩ জুলাই মঞ্জুরা বেগম এবং ১৮ জুলাই আরিফুল ইসলাম রাজশাহীতে নমুনা দেন । বাঁকি তিনজন ১৮ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। গতকাল ২১ জুলাই সোমবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তারা বাড়িতেই আইসোলেশনে থাকবেন। সেখানেই তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হবে। এবিষয়ে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান বলেন, আমরা যাদের রিপোর্ট পজেটিভ পাচ্ছি তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ