মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ভারতে জারি করা লকডাউনের মধ্যে নিজামুদ্দিন মারকাজে আয়োজিত তাবলিগি জামাতে অংশগ্রহণকারী ৭৯ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দিল্লির এক আদালত। গতকাল সোমবার লকডাউনের মধ্যে ভিসানীতি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ স্বীকার করে নিলে, জরিমানার শর্তে তাদের মুক্তি দেন আদালত। -দ্য হিন্দুস্তান টাইমস, সাউথ এশিয়ান মনিটর
বাংলাদেশিদের পাশাপাশি এদিন ৪২ জন কিরগিজকেও মুক্তি দেওয়া হয়।খবরে বলা হয়, অভিযুক্ত বাংলাদেশিদের পক্ষে আদালতে লড়েন আশিমা মান্ডলা। তিনি জানান, প্রত্যেক বাংলাদেশিকে ৫ হাজার রুপি জরিমানা পরিশোধ করে মুক্তিলাভের অনুমোদন দেন দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র প্রতাপ সিং। অন্যদিকে, মেট্রোপলিটান মেজিস্ট্রেট রোহিত গুলিয়া ৪২ জন কিরগিজকে একই পরিমাণ জরিমানা মেটানোর বদলে মুক্তির অনুমোদন দেন।
মামলার বাদী, ডিফেন্স কলোনির উপ-বিভাগীয় মেজিস্ট্রেট, লাজপত নগরের সহকারী পুলিশ কমিশনার ইন্সপেক্টর নিজামুদ্দিন আদালতের নির্দেশনা মেনে নিতে সম্মতি জানানোর পর তাদের মুক্ত করে দেয়া হয়। তবে তিন জন বাংলাদেশি ও আট জন কিরগিজ নিজেদের দোষ স্বীকারে অস্বিকৃতী জানান ও আদালতের সামনে বিচারের দাবি করেন। প্রসঙ্গত, নিজামুদ্দিনের জামাতে অংশ নেয়ার অভিযোগে ৩৬টি দেশ থেকে ভারত যাওয়া ৯৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল পুলিশ।
ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারা, মহামারী আইন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং ১৪৪ ধারা লঙ্ঘনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা, ২৬৯ ধারা, ২৭০ ধারা ও ২৭১ ধারার অধীনেও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।