Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে বাংলালিংকের এসআরকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্য দিবালকে বাংলালিংকের সেলস রিপ্রেজেন্টেটিভকে (এসআর) গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, তালহা স্পিনিং মিলের সামনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা বাংলালিংক মোবাইল কোম্পানীর সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মোক্তাদির এলাহী রাব্বী (৩৫)-কে গুলি করে নগদ সাড়ে ৮৬ হাজার টাকা ও ৩০ হাজার টাকার বাংলালিংক স্ক্র্যাচ কার্ড লুটে নেয়। গুলিতে আহত মোক্তাদির পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার গয়েশপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে মোক্তাদির ওই এলাকায় বিভিন্ন দোকানে বাংলালিংক মোবাইল কোম্পানির লোড বিক্রি করে মোটরসাইকেলযোগে একা মাওনা চৌরাস্তার দিকে আসছিল। পূর্ব থেকে অজ্ঞাত ৩ দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে মোক্তাদিরকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে আসামাত্রই দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে। পিঠে গুলিবিদ্ধ হয়ে মোক্তাদির মাটিতে লুটিয়ে পড়লে টাকা ও স্ক্র্যাচ কার্ডসহ ব্যাগ নিয়ে দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাওনার একটি ক্লিনিকে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুরে বাংলালিংকের এসআরকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ