Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০৫ দিন ভেন্টিলেশনে!

দ্য ওয়াল | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু অব্যাহত থাকা অবস্থায় মেডিক্যাল মিরাকল ঘটল ইংল্যান্ডে। করোনা আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে ১০৫ দিন থাকার পর বর্তমানে অনেকটাই সুস্থ। নিজে থেকে শ্বাস নিতে পারছেন। এবার তিনি দ্রæত বাড়ি ফিরবেন বলে জানা গেছে। হাসপাতালে মুখের মধ্য দিয়ে টিউব ঢুকিয়ে স্যালাইন মিশ্রনে তার ফুসফুস পরিষ্কার করা হয়।
নাম ফতিমা ব্রিডল (৩৫)। তিনি ১৩০ দিন হাসপাতালে ভর্তি এবং টানা ৪০ দিন কোমায় ছিলেন। ফতিমার স্বামী সাবেক সেনাকর্মী ট্রেসি ব্রিডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার স্ত্রী মেডিক্যাল মিরাকল। টানা এতদিন ভেন্টিলেশনে থাকার পর এভাবে সুস্থ হয়ে ওঠা অসাধারণ ব্যাপার।
গত ১২ মার্চ ফতিমাকে সাউদাম্পটন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এক মাস মরক্কোর মহম্মেদিয়ায় ছুটি কাটিয়ে ৬ মার্চ ইংল্যন্ড ফিরেছিলেন তিনি। তারপর থেকে অসুস্থ বোধ করছিলেন। তার স্বামী ট্রেসি ব্রিডলের শরীরে প্রথম করোনা আক্রান্ত হন। এর পর আক্রান্ত হন তিনি। এরপরই ফতিমাকে ভর্তি করা হয় হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ