বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর অগ্রণী ব্যাংক সাহেব বাজার কর্পোরেট শাখা থেকে রিপন নামে এক গ্রাহকের ১৭ লাখ টাকা খোয়া গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী রবিউল ইসলামের কর্মী মফিজুর রহমান রিপন টাকাগুলো ব্যাংকে জমা দিতে এসেছিলেন। রিপন জানান, তিনি যখন চেক লিখছিলেন তখন টাকাগুলো চুরি হয়ে গেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, রিপন দাবি করছেন তিনি পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলের ওপর চেক লিখছিলেন। মিনিট পাঁচেক পর খেয়াল করেন টাকার ব্যাগটি নেই।
ওসি বলেন, ঘটনার পরই আমরা ব্যাংকে গিয়েছি। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছি। পুরো ঘটনা আমরা তদন্ত করছি। এ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।