Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ম ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলনে ঢাকা জেলা জজ জঙ্গিদের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে করা মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান। তিনি বলেছেন, যারা নিরস্ত্র মানুষকে খুন করে, সন্তান সম্ভাবাকে হত্যা করে, তারা সভ্য সমাজের শত্রæ এই জঙ্গিগোষ্ঠির মামলা জঙ্গিদের বিচারের আওতায় এনে দ্রæত নিষ্পত্তি করতে হবে। তাদের বিচার করতে গিয়ে ভয় পেলে চলবে না। যদি কোনো বিচারক জঙ্গিদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তি করতে ভয় পান, আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি নিষ্পত্তি করব। গত শনিবার ত্রৈমাসিক বিচারিক সম্মেলনে জেলা জজ তাঁর অধীন বিচারকদের এ নির্দেশনা দেন। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা জেলা, মহানগর ও মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকেরাসহ জেলা প্রশাসন, পুলিশ ও আইনজীবীদের প্রতিনিধি অংশ নেন।
সভাপতির বক্তৃতায় ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান বলেন, যাঁরা সৎ নন, তাঁদের বিচারক হওয়ার প্রয়োজন নেই। আদালতে পুলিশ, আইনজীবী সবাইকেই সততার সঙ্গে কাজ করতে হবে।
কোনো মামলায় সময় দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারককে বিচার বিশ্লেষণ করতে হবে। বিচারের জন্য মানুষ বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরবেন, এটা হওয়া উচিত নয়। এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমদাদ হোসেন বলেন, মামলার আরজি, সময়মতো সমন না পাওয়া ও জবাব দেয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত কারণে পদক্ষেপ নিতে দেরি হয়। আর এই বিষয়গুলো দেখে থাকে ভূমি মন্ত্রণালয়।
আলোচনায় অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রুহুল আমিন, মুখ্য বিচারক হাকিম জেসমিন আরা বেগম, ঢাকার অতিরিক্ত জেলা জজ ইসমাইল হোসেন, বিচারক শাহাদত হোসেন, সাউদ হাসান, এ বি এম ইসমাইল হোসেন, দেবাশীষ অধিকারী, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সাব্বির হোসেন, এমদাদ হোসেন, ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান, সরকারি কৌঁসুলি ফকির দেলোয়ার হোসেন ও ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ