Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী বানববন্ধন র‌্যালি

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গুলশানের হলি আর্টিসজান রেস্তেরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মর্মান্তিক জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাস সম্মুখ সড়কে (মানিকনগর, বিশ্বরোড) এ “মানব বন্ধন ও র‌্যালি” করেছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন, ভিসি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক আ ন ম রফিকুর রহমান, ট্রেজারার এ এম এম রেজা-ই-রাব্বি, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য আলহাজ মালেক মোল্লা, রেজিস্ট্রার অধ্যাপক মোঃ ইউসুফ, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক ও অত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি আবদুল হাই শিকদার ব্যবসায় ও প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আরশেদ আলী মাতুব্বর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক শের মোহাম্মদ, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এস এম তারিক ইকবাল ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরশেদুর রহমান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নাঈম আহাম্মেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী বানববন্ধন র‌্যালি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ