Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বজ্রপাতে ভেঙ্গে গেলো দিল্লির ২০০ বছর পুরনো মসজিদের গম্বুজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৮:০৯ পিএম

ভারতের রাজধানী নয়া দিল্লির হোজ কাজি এলাকায় অবস্থিত ২০০ বছরের পুরনো ঐতিহাসিক একটি মসজিদের প্রধান গম্বুজ ভেঙে গেছে। শহরটিতে ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে গতকাল রবিবার সকাল পৌনে সাতটার দিকে তা ভেঙে পড়ে বলে জানিয়েছেন মসজিদের প্রধান ইমাম। যদিও এ ঘটনায় মসজিদ এলাকার আশেপাশে কোনো ক্ষতি হয়নি বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
লাল বেলে পাথরের নির্মিত মুবারক বেগম মসজিদটি ১৮২৩ সালে নির্মাণ করা হয়েছিল। পুরনো দিল্লির এতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে এই মসজিদটি একটি।
ঐ বন্যায় দিল্লিতে দুইজনের প্রাণহানিও ঘটেছেছ। একই সঙ্গে বেশকিছু বাড়ি ও গাছ ভেঙে গেছে।
মসজিদের ৪৫ বছরের ইমাম মোহাম্মদ জাহিদ আনাদোলু এজেন্সিকে বলেছেন, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে প্রচণ্ড শব্দে গম্বুজ ভেঙে পড়ে। ভেঙে পড়ার সময় আমি মসজিদের ভেতরে ঘুমাচ্ছিলাম। মসজিদটিতে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে নামাজ ও শিক্ষাদান উন্মুক্ত প্রাঙ্গণে চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ