মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরাফাত-মিনায় হজ পারমিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ করেছে সউদী আরব সরকার। করোনাভাইরাসের কারণে সউদী আরবে এ বছর হজ পালন করার সুযোগ পাচ্ছেন মাত্র ১০ হাজার মানুষ। এর মধ্যে ৩ হাজার সউদী নাগরিক আর বাকি ৭ হাজার দেশটিতে বসবাসরত ১৬০ দেশের নাগরিক। তবে এবার হজের পারমিট ছাড়া মক্কার মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। –বিবিসি, ডেইলি মেইল
এদিকে, সউদী আরবের হজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কার আরাফাত, মিনা ও মুজদালিফা এলাকায় প্রবেশ করতে পারবে না। এই আইন অমান্যকারীদের ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
মক্কার ইউনিফর্ম সেন্টারে গতকাল রোববার হজ্জ নিরাপত্তা বাহিনীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হজের নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল জায়েদ আল তাওইয়াইন আসন্ন হজ উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, এ বছর করোনার কারণে সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে। খুব কম সংখ্যক হজযাত্রী এবার হজে অংশ নেবে। কোভিড-১৯ মহামারির কারণে এ বছর হজের নিরাপত্তায় বিশেষ কিছু ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।