Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোগিকে হাঁটতে বলা ব্রিটিশ চিকিৎসকরা পাবেন ৪০ লাখ পাউন্ড!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৭:০৪ পিএম

রোগিকে হাঁটতে বলার প্রেসক্রিপশন দাতা ব্রিটিশ চিকিৎসকরা পাবেন ৪০ লাখ পাউন্ড।এ তহবিল ব্রিটিশ সরকার দিচ্ছে। চিকিৎকরা রোগিদেরকে প্রকৃতির কাছাকাছি যেয়ে হাটতে বলতে হবে। ব্রিটিশ পরিবেশমন্ত্রী জর্জ ইউসটিস একে ‘গ্রিন প্রেসক্রাইবিং’ বলে অভিহিত করেছেন। -ডেইলি মেইল

এতে রোগিরা মানসিক ও শারীরিকভাবে আরো চাঙ্গা বোধ করবেন। ব্রিটেনের পরিবেশ মন্ত্রণালয় বলছে, এ তহবিলের ব্যবহার ও চিকিৎসকদের দেয়া পরামর্শ নাগরিকরা মেনে চললে ন্যাশনাল পার্ক সহ বিভিন্ন পার্ক পুর্ণব্যবহার করা সম্ভব হবে। এর ফলে স্বাস্থ্যবিভাগের ওপর চাপ কমে আসবে বরাদ্দের সাশ্রয় হবে। বিশেষত যারা কোভিড থেকে সেরে উঠেছেন তাদের জন্যে প্রকৃতির কাছাকাছি যাওয়া খুবই প্রয়োজন। ব্রিটেনের নয়াভিরাম ও নিসর্গের সঙ্গেও তাদের পরিচিতি খুব প্রয়োজন।

বিশেষ করে স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাথাপিছু আড়াই’শ পাউন্ড অতিরিক্ত দেয়ার বিষয়টি এ প্রকল্পে রাখা হয়েছে। এধরনের প্রকল্পকে ‘গ্রিন রিকভারি’ হিসেবেও অভিহিত করেছেন অনেকে। ব্রিটিশ পরিবেশমন্ত্রী আরো বলেন, প্রকৃতিরও সুরক্ষা প্রয়োজন। প্রজাতি ও বসতি রক্ষায় এবং প্রাণবৈচিত্র সংরক্ষণে সচেতন হওয়ার জন্যে প্রকৃতির কাছে যাওয়া জরুরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ