Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মৃত্যু ৩ জন নতুন আক্রান্ত ১৪০ সুস্থ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৬:৩০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে বিভাগে মারা গেছেন ১২১ জন। এরমধ্যে সিলেটে ৯০ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজার ১০ জন। অন্যদিকে একই সময়ে বিভাগে নতুন করে আরও ১৪০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এ নিয়ে বিভাগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪২ জন। এরমধ্যে সিলেট ৩ হাজার ৫০০, সুনামগঞ্জে ১৩১৫, হবিগঞ্জে ১০৫৮ ও মৌলভীবাজারে ৮৬৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ জয় করে বিভাগে বাড়ি ফিরেছেন ৭৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিলেট ২৮০৫ জন রোগী। এরমধ্যে সিলেট ৯১০, সুনামগঞ্জে ৯৮১, হবিগঞ্জে ৪৮১ ্ও মৌলভীবাজার ৪৩৩ জন। সোমবার (২০ জুলাই) দুপুরে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেট কর্তৃক গণমাধ্যমে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের এক প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত ও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী আছেন ১ হাজার ২৩ জন। এর মধ্যে সিলেট ৪৪০, সুনামগঞ্জে ২৮৯, হবিগঞ্জে ২১৮ ও মৌলভীবাজারে ৭৬ জন।এসব রোগীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৫৯ ও মৌলভীবাজারে ২৫ জন। একই সাথে বিভাগের ৪ জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৯৭ জন। এরমধ্যে সিলেট ৪০৪, সুনামগঞ্জে ৫৭, হবিগঞ্জে ৫৭ ও মৌলভীবাজারে ৭৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ