Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মাস্কবিরোধী বিক্ষোভে নেমেছে লন্ডনের অ্যাক্টিভিস্টরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৫:১১ পিএম

এবার মাস্কবিরোধী বিক্ষোভে নেমেছে লন্ডনের অ্যাক্টিভিস্টরা। যুক্তরাজ্যের রাজধানী শহর অবস্থিত হাইড পার্কে কয়েক শত অ্যাক্টিভিস্ট সরকার ঘোষিত লকডাউন ও মাস্কবিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীরা বলছে, ‘আমরা মাস্ক পরবো না’। -ডেইলি মেইল, বিবিসি

জানা গেছে, মাস্কবিরোধী ওই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান শিল্পের এক কোটিপতি ব্যবসায়ী। যার মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুইশো মিলিয়ন ইউরো। তিনি আইনি পদক্ষেপও নিয়েছেন।

বিক্ষোভকারীরা বলছে, এটার মাধ্যমে মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে। বিক্ষোভে দেশটির বিরোধী দলের সাবেক নেতা জেরমি করবিনের ভাইও অংশগ্রহণ করেন।

এদিকে ব্রিটেনে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে লকডাউন শিথিলের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মাস্ক পরার ব্যাপারে আরও কঠোর করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ