Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াই’শ তিমিকে বর্বর হত্যা : লালে লাল ফারোই দ্বীপের সৈকত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৪:৪৫ পিএম

আড়াই’শ তিমিকে বর্বর হত্যার ফলে লালে লাল হয়ে উঠেছে ফারোই দ্বীপের সৈকত।জানা যায়, ডেনমার্কে বছরে কম করে হলেও ৮’শ তিমিকে হত্যা করা হয়। কোভিডকালেও সে হত্যা থেমে নেই। -মিরর
এবার ওই বাৎসরিক মহোৎসবে প্রথম শিকারে একদিনেই আড়াই’শ তিমিকে হত্যার পর টুকরো টুকুরো করে ফেলা হয় । হাজার বছর ধরে এ তিমি হত্যার মহোৎসব চলে আসছে। জেলেরা সাগরে জাল ফেলে ধরে তিরে নিয়ে আসে তারপর শুরু হয় বর্বর হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের বিরোধিতা করে ওরকা নামের একটি সংঘঠন একে পাগলদের রক্তের হোলি খেলা হিসেবে বর্ণনা করেছে। কিন্তু শিকারিদের লাইসেন্স আছে তিমি হত্যার। তাই বৈধ তা ছুরি কিংবা ধারালো বিবিধ অস্ত্রে সাগরের ওই নিরীহ প্রাণিকে হত্যা করা হোক না কেন! তিমির পাশাপাশি এদিন ৩৫টি আটলান্টিক সাদা ডলফিনকেও বধ করা হয়। ৭০ জন শিকারি এ বধে অংশ নেন।

তারপর তিমি ও ডলফিনের মাংস চলে যায় বাজারে। নরওয়ে ও আইসল্যান্ডের মাঝখানে দ্বীপটির আশে পাশে অন্তত লাখ খানেক তিমি ঘোরাফেরা করে। এটাই তাদের একমাত্র অপরাধ ও নিয়তি। অনেক প্রতিবাদ হয়েছে, চলছে বাকযুদ্ধ আর সেই সঙ্গে প্রতিবছর চলে আসছে ঘটা করে এই তিমি শিকার।

ব্লু প্যানেট সোসাইটি নামে আরেক সংগঠন এই তিমি হত্যার ঐতিহ্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে। ২০১৪ সালে তা একবার বন্ধ হলেও তারপর আইন করে এই তিমি হত্যা চলে আসছে। ওরকার পক্ষ থেকে টুইটারে তিমি হত্যায় শোক জানিয়ে বলা হয় এই সুন্দর ধরাধামে বর্বর এই হত্যাকাণ্ডের জন্যে শোক ও সমবেদনা। এই হত্যার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ফারোই দ্বীপকে বয়কট করার আহবানও জানায় সংগঠনটি।



 

Show all comments
  • jack ali ২০ জুলাই, ২০২০, ৬:০১ পিএম says : 0
    This people are barbarian May Allah's curse upon them or guide them in Islam
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ