Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকির আশঙ্কা, বাইডেন বিজয়ী হলে আমাদের সব উন্নয়ন ভেসে যাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৪:১১ পিএম

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালির আশঙ্কা, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন বিজয়ী হলে আমাদের সব উন্নয়ন ভেসে যাবে। চীনকে এক নম্বর হুমকি উল্লেখ করে তিনি বলেন, এব্যাপারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন নির্বোধ ছিলেন। জো বাইডেন নির্বাচিত হলে তিনি ইরানের সঙ্গে পারমানবিক চুক্তিতে সমঝোতায় যাবেন। -জেরুজালেম পোস্ট

রিপাবলিকান জিয়ুশ কোয়ালিশন আয়োজিত এক ভার্চুয়াল প্যানেল আলোচনায় নিকি বলেন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পপ্রশাসন যা কিছু করেছে, বাইডেন ক্ষমতায় এলে তা আর থাকবে না। তিনি বাইডেনের সঙ্গে ট্রাম্পের পার্থক্য খেয়াল করার পরামর্শ দিয়ে বলেন, তিনি বাইডেন ওমর ইলহান ও বার্নি স্যান্ডার্সের খুবই ঘনিষ্ঠ, বাইডেন কোথায় ছিলেন যখন হামাস ইসরায়েলে হামলা শুরু করেছিল? বাইডেনের কথা না শোনার আহবান জানিয়ে নিকি বলেন কথার চেয়ে কাজ অনেক বেশি শক্তিশালী।

নিকি আরও বলেন, বাইডেন বলছেন চীন কোনো ইস্যূ নয়, দেশটির সঙ্গে বন্ধুত্ব করা উচিত কিন্তু ট্রাম্প চীনকে বাধ্য করেছেন বাণিজ্য ও মেধাসম্পত্তি চুরি নিয়ে দরকষাকষি করতে। ট্রাম্পের মত এমন প্রেসিডেন্ট দরকার। কেননা, তিনি চীনের সঙ্গে বন্ধুত্ব এবং একই সময়ে জবাবদিহির মধ্যে আনতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ