Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে সুশান্ত মেকারের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১১:৩১ এএম | আপডেট : ১১:৫৫ এএম, ২০ জুলাই, ২০২০

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে সুশান্ত কুমার সরকার (৬২) নামে মোটরসাইকেল মেকানিকস্’র মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আল্লারদর্গা হলুদবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। সে একই এলাকার মৃত ননী গোপাল সরকারের ছেলে। শুক্রবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে শ^াসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার আগেই সুশান্ত কুমার সরকারের মৃত্যু হয়। এনিয়ে দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৬জনের এবং জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫জনে। মৃত সুশান্ত কুমার সরকার আল্লারদর্গা বাজারে মোটরসাইকেল মেকানিকস্ হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা শ্মশান ঘাটে করোনা স্বাস্থ্য বিধি মেনে মৃত সুশান্ত কুমার সরকারের সৎকার করা হয়। করোনায় মৃত্যু সুশান্ত কুমারের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আজগর আলী বলেন, করোনা আক্রান্ত হয়ে সুশান্ত কুমার সরকারের মৃত্যু হলে করোনা স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার সম্পন্ন করা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ