Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরো-সিজেএফবি আজীবন সন্মাননা পাচ্ছেন সৈয়দ আবদুল হাদী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১১:২৫ এএম

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি আনুষ্ঠানিকভাবে প্রদান করতে যাচ্ছে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৯। এটি ইউরো-সিজেএফবি’র ১৯ তম আসর। প্রতি বছর জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলেও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে প্রথমবার অনলাইনে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আগামী ২৫ জুলাই ২০২০ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, এনটিভি এবং রেডিও আমার-এর অনলাইন প্ল্যাটফর্ম থেকে একযোগে পুরস্কারপ্রাপ্তদের নাম সম্প্রচার করা হবে এবং নির্ধারিত সময়ে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করা হবে। সিজেএফবি সদস্যদের মাঠ জরিপে সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার ২০১৯ সালের বছর সেরা তারকারাই এই পুরস্কারের জন্য চূড়ান্ত হবেন। একইভাবে মিডিয়ার একজন স্বনামখ্যাত ব্যক্তিত্বকে ইউরো-সিজেএফবি আজীবন সন্মাননা পুরস্কার প্রদানের জন্য নির্বাচন করা হয়ে থাকে। সংগঠনের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯ সালের আজীবন সন্মাননা পুরস্কারের জন্য এবার নির্বাচন করা হয়েছে প্রখ্যাত সঙ্গীতশিল্পী জনাব সৈয়দ আবদুল হাদীকে। ইতোমধ্যেই এই পুরস্কার গ্রহণের সম্মতি জানিয়ছেন তিনি। উল্লেখ্য, বিগত ১৮ বছরে ইউরো-সিজেএফবি আজীবন সন্মাননা পুরস্কার পেয়েছেন রুনা লায়লা, গাজী মাঝহারুল আনোয়ার, মুস্তাফা মনোয়ার, শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন,আসাদুজ্জামান নূর, জিনাত আমান, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আলী যাকের, শবনম, কবরী সারোয়ার, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা এবং সর্বশেষ সমকাল সম্পাদক গোলাম সারোয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দ আবদুল হাদী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ