Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্ষত শিশুটি

সাউথ চায়না মর্নিং পোস্ট | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

চীনের জিয়াংসু প্রদেশের হুয়াইয়ান শহরের একটি ভবনের পাঁচতলার কার্নিশ থেকে একটি শিশুটি পড়ে গেলেও স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচে গেছে। এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কার্নিশ থেকে নিচে পড়তে পড়তেই এক ব্যক্তি শিশুটিকে লুফে নেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ওই শিশু।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কার্নিশে শিশুটি ঝুলছিল। বিষয়টি নজরে আসার পর এলাকার লোকজন নির্দিষ্ট একটি স্থানে কম্বল বিছিয়ে দেন, যাতে শিশুটি পড়ে গেলেও প্রাণে বেঁচে যায়। এর মধ্যেই কার্নিশ থেকে শিশুটির হাত ফসকে যায়। শূন্যে ভাসতে ভাসতে নিচে পড়ে যাওয়ার সময়ই এক ব্যক্তি শিশুটি ধরে ফেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ