Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯৯ শতাংশই সামান্য অসুস্থ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

বিশ্বে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ, মারাও যাচ্ছেন অনেকে। এখনও কার্যকর কোনও ওষুধ বা প্রতিষেধক না আসায় মহামারির লাগাম টেনে ধরারও উপায় পাওয়া যাচ্ছে না। তবে এতসব খারাপ খবরের মধ্যেও আশা দেখাচ্ছে একটি হিসাব, বর্তমানে সক্রিয় করোনা রোগীদের মধ্যে ৯৯ শতাংশই মৃদু উপসর্গযুক্ত, অর্থাৎ অল্প অসুস্থ। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৮৬৫ জন। এদের মধ্যে ৮৬ লাখ ১২ হাজার ১৯৪ জনই সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে সুস্থতার হার প্রায় ৫৯ দশমিক ৭০ শতাংশ। বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন, যা মোট আক্রান্তদের মধ্যে ৪ দশমিক ১৯ শতাংশ মাত্র। ওয়েবসাইটটির হিসাবে, বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫২ লাখ ৮ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে ৯৯ শতাংশ, অর্থাৎ ৫১ লাখ ৪৮ হাজার ৮৩৩ জনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। বাকি ৫৯ হাজার ৯২১ জনের অবস্থা সঙ্কটাপন্ন। এরই মধ্যে বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি। এতে ভুক্তভোগী দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই একটি দেশেই আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন, মারা গেছেন ১ লাখ ৪২ হাজারেরও বেশি। তবে সুস্থতার সংখ্যাতেও এগিয়ে রয়েছে তারা। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৭ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এছাড়া, ব্রাজিলে ২০ লাখ আক্রান্তের মধ্যে ১৩ লাখ সুস্থ এবং ভারতে ১০ লাখ করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় সাত লাখ মানুষ। ইন্টারনেট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ