Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌসুমী ওমর সানীর বিয়ের ২১ বছর

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ ওমর সানী ও মৌসুমীর বিবাহবার্ষিকী। ২১ বছর আগে ১৯৯৫ সালের ২ আগস্ট এই তারকাদ্বয় ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। ছেলে ফারদিন ও কন্যা ফাইজাহকে নিয়ে এই তারকা দম্পতি বেশ সুখে আছেন। আজ তাদের বিবাহবার্ষিকীতে বিশেষ কোন আয়োজন না থাকলেও নিজেরা দিনটি বিশেষভাবে উদযাপন করবেন। ওমর সানী বলেন, ‘মৌসুমী আমার জীবনের আলো, আমার জীবনের সব। আমার জীবনে নানা বিষয় নিয়ে দ্বিধা-দ্ব›দ্ব থাকলেও, মৌসুমী তার সবসময়ই সব ব্যাপারে বেশ ভালোভাবে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে। ও যেমন একজন সফল মানুষ নায়িকা, তেমনি একজন স্ত্রী হিসেবে, মা হিসেবে, সমাজসেবক হিসেবেও সফল। আমি বলবো এদেশে শাবানা ম্যাডামের পর মৌসুমী একজন সফল নায়িকা। আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন।’ মৌসুমী বলেন, ‘আমার জীবনে সানীর ভূমিকা কী এটা যদি অল্প কথায় বলতে হয়, তাহলে খুব অবিচার করা হয়ে যায়। তারপরও বলতে হয়, আমার সুন্দর এই জীবনের জন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার বাবা-মায়ের কাছে, তারপরই সানীর কাছে। বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে তার কোন তুলনাই হয় না। আমাদের ভাই নেই, ভাইয়ের অভাবও পূরণ করেছে সানী। সংসার জীবনে ঝগড়া হওয়াটা স্বাভাবিক। এটাই সংসারের নিয়ম। আমরা যেন আমৃত্যু দু’জন দু’জনার হয়ে থাকতে পারি এই দোয়া চাই। আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবাই।’



 

Show all comments
  • Sago bormon ১৫ অক্টোবর, ২০১৯, ৬:২২ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী ওমর সানীর বিয়ের ২১ বছর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ