Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকার আরেক যুদ্ধজাহাজে আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ৭:৩৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৮ জুলাই) মার্কিন নিউজ সাইট ডিফেন্সনিউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নোরফক বন্দরে শুক্রবার যুদ্ধজাহাজ 'কারসার্জ'-এ আগুন লাগে। এরপর দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার পরপরই জেনারেল ডায়নামিক্স নাসকো শিপইয়ার্ড কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্লাস্টিকের একটি বস্তুতে আগুনের স্ফুলিঙ্গ পড়ার পর আগুনের সূত্রপাত হয়। এরপর দমকলকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। এরপর শিপইয়ার্ডের নিরাপত্তার বিষয়ে পরিপূর্ণ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শিপইয়ার্ডে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে আগুন লাগে। দীর্ঘ চার দিনের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। আগুন ধরার পর অন্তত ৬৩ জন আহত হয়েছে। রণতরীর অপূরণীয় ক্ষতি হয়েছে।
একটি বিস্ফোরণ থেকে আগুন দ্রুতগতিতে জাহাজের টাওয়ারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ইউএসএস বোনোহোম রিচার্ডে নৌবাহিনীর এক হাজার সদস্য থাকার কথা কিন্তু মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ