Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রহস্যজনকভাবে মারা গেলেন অলিম্পিক ফিগার স্কেটার একাতারিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ৫:৫৪ পিএম | আপডেট : ৬:০০ পিএম, ১৯ জুলাই, ২০২০

এবার রহস্যজনকভাবে মারা গেলেন অলিম্পিক ফিগার স্কেটার একাতারিনা।রাশিয়ায় জন্মগ্রহণকারী এই ফিগার স্কেটার খ্যাতির বিড়ম্বনা নিয়েই চলে গেলেন। একাতারিনা আলেক্সজান্দ্রাভস্কায়ার বয়স ছিল মাত্র ২০ বছর। -বিবিসি, সিএনএন

আহত হওয়ায় গত ফেব্রুয়ারিতে তিনি ফিগার স্কেটিং থেকে অবসর নেন এবং বিমর্ষ হয়ে পড়েন।২০১৮ সালের শীতকলীন অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে একাতারিনা অংশ নেন। তার সহযোগী ছিলেন হার্লে উইন্ডসর। ২০১৭ সালে তারা বিশ্ব জুনিয়রে শিরোপা জিতেছিলেন। উইন্ডসর বলেন, একাতারিানার সঙ্গে ফিগার স্কেটিং অংশ নিয়ে যা অর্জন করেছি তা কখনো ভোলার নয়।

একটি রুশ সংবাদ মাধ্যম বলছে, একাতারিনা তার সাততলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার কোচ আন্দ্রেই খেকালো জানান, একাতারিনা মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। অস্ট্রেলিয়া অলিম্পিক টিমের প্রধান আয়ান চেস্টারম্যান এক বিবৃতিতে বলেছেন, একাতারিনা ছিলেন পানিতে ভীতিহীন এক মাছের মত। কৃতি ও অবিশ্বাস্য এক এ্যাথলেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ