Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোখের পানি ঝরানো ভিডিও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

উষ্ণায়নের ফলে ক্রমেই উত্তাপ বাড়ছে পৃথিবীর। এর জন্য শুধু মানুষ নয় সমস্যায় পড়তে হচ্ছে অসহায় পশুপাখিদেরও। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া একটি ভিডিওতে তারই প্রমাণ পাওয়া গেল। রাস্তায় একটি ছোট্ট কাঠবিড়ালিকে একজন মানুষের কাছ থেকে পানি চেয়ে খেতে দেখে নেটিজেনদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

গত বৃহস্পতিবার ৪১ সেকেন্ডের ওই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা। ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই যুবক ও যুবতী। আচমকা তাদের সামনে এসে এদিক-ওদিক ঘোরাঘুরি শুরু করে দেয় ছোট্ট একটি কাঠবিড়ালি।
যুবকের হাতে পানির বোতল দেখে প্রায় হাতজোড় করে ভিক্ষা করার মতো পানি চাইতে লাগল কাঠবিড়ালি। প্রথমে যুবকটি বিষয়টি বুঝতে না পারলে বারবার কাঠবিড়ালিকে অনুনয় করতে দেখে বোতলের মুখ খুলে দেন।
এরপর কাঠবিড়ালি সোজা দু’পায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বোতলটি দু’হাতে জড়িয়ে ধরে মুখ ঠেকিয়ে পানি খেতে থাকে। তারপর তৃষ্ণা মিটিয়ে ফিরে যায়। ভিডিওটি পোস্ট করে সুশান্ত নন্দা লিখেছেন, কাঠবিড়ালিটা পানি চাইছে।

ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে দু’দিনেই প্রায় সাড়ে চার মানুষ দেখেছেন। অনেকে মন্তব্যও করেছেন। তাদেরই একজন হলেন বলিউডের প্রযোজক নীল মাধব পান্ডাও। তিনি বলেছেন, এই ভিডিও তার হৃদয় চূর্ণ করে দিয়েছে। অনেক আবার এই বিষয়ে কাঠবিড়ালির মানুষের সঙ্গে বন্ধুত্ব করার সহজ একটা প্রবণতা আছে বলেও উল্লেখ করেছেন। সূত্র : সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ