মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় ৬০০ বছর পর ব্রিটেনে বাসা বাঁধতে দেখা গেছে সাদা সরস পাখিকে। গত মাসে এদের খোঁজ মেলার পর সম্প্রতি গাছে বাসা বানাতে দেখা গেছে।
সারসদের মধ্য সাদা প্রজাতির পাখি সবচেয়ে বড় হয়। এদের ইংল্যান্ডে ফেরাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বনবিভাগকে। রীতিমতো আলাদা প্রজেক্ট করা হয় পাখিগুলোর জন্য। এদের দেখা গেছে ওয়েস্ট সাসেক্সে।
প্রজেক্টের সঙ্গে যুক্ত টিম ম্যাকরিল সারসদের বাসা বাঁধতে দেখে রীতিমতো উচ্ছ¡সিত। তিনি বলেন, ‘এটি দারুণ অর্জন। এই দৃশ্যের জন্য আমরা স্বপ্ন দেখেছি। অবশেষে সারস ফিরেছে।’
ইউরোপের বিভিন্ন গ্রামে এই পাখিদের দেখতে পাওয়া যায়। তিন ফুটের বেশি লম্বা হয় এরা। ব্রিটেন থেকে কেন সাদা সারস উধাও হয়ে গেছে তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই সেখানকার বনবিভাগের কাছে। তাদের ধারণ খাবারের উৎস কমে যাওয়ার কারণে এমনটি হয়েছে।
সাদা সারস ব্রিটিশ জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে। সেখানকার অনেক গল্প-কবিতায় এদের খুঁজে পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।