মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিনা অনুমতিতে মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে।রোববার ভোর থেকে সউদী আরবের বিভিন্ন হজ এলাকায় বৈধ অনুমতি ছাড়া কেউ ঢুকলেই জরিমানা গুণতে হবে। -গালফ নিউজ
সীমিত পর্যায়ে প্রতীকি হজে সউদী আরবে বসবাসরত মুসলিম দেশগুলোর যে ১০ হাজার নাগরিক এবার অংশ নিচ্ছে তাদের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে। কড়া নিরাপত্তা ছাড়াও ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সড়কে টহল দিচ্ছে। মিনা, মুজদালিফা ও আরাফাতের প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে। যে কেউ দ্বিতীয়বার এসব এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ফের জরিমানা দিতে হবে।
জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৩০ জুলাই থেকে হজ শুরু হওয়ার কথা রয়েছে যা চলবে ৫দিন পর্যন্ত এবং তা শেষ না হওয়া পর্যন্ত এধরনের বিধি নিষেধ জারি থাকবে। কোভিড পরিস্থিতির কারণে হাজিদের মধ্যে যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে সে জন্যে এধরনের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।