Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ২ হাজার ছাড়িয়েছে করোনা রোগী, মৃত্যু.১৫

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৬:৪৪ পিএম

রাজশাহী জেলার সিভিল সার্জন জানান, রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১৫জন। আর সুস্থ হয়েছেন ৬০২ জন।
শনিবার সিভিল সার্জনের দেয়া তথ্যে দেখা যায়, জেলায় বর্তমানে মোট ২ হাজর ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীতেই অবস্থান করছে ১ হাজার ৬১২জন। আর বাকি ৪২৭ জন জেলার ৯টি উপজেলার বাসিন্দা। উপজেলার ৪২৭ জন করোনা আক্রান্তদের মধ্যে বাঘার ৪০, চারঘাটের ৩৭, পুঠিয়ায়র ২৫, দুর্গাপুরের ২৭, বাগমারার ৪৬, মোহনপুরের ৬৩, তানোরের ৫৯, পবার ১০১, গোদাগাড়ীর ২৯ জন।
এদিকে আক্রান্তদের মধ্যে ১৫ জন মারা গেছেন। যার মধ্যে রাজশাহী নগরীর ৮জন, বাঘার ১, চারঘাটে ২, মোহনপুরে ১ পবায় ৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০২ জন। যাদের মধ্যে নগরীর ৪২৭ জন। এছাড়া বাঘার ১৬, চারঘাটের ২৩, পুঠিয়ায়র ২২, দুর্গাপুরের ৯, বাগমারার ১৬, মোহনপুরের ৪১, তানোরের ২৯, পবার ২৩, গোদাগাড়ীর ৬ জন সুস্থ করোনা থেকে হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ