Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলা-মামলার ভয়ে গ্রামছাড়া সহস্রাধিক গ্রামবাসী

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর, সিডিখান ও সাহেবরামপুর ইউনিয়নে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা ও মামলায় জর্জরিত হয়ে পালিয়ে বেড়াচ্ছে সহস্রাধিক গ্রামবাসী। মারামারি হানাহানি পরিহার করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চায় তারা। কিন্তু তাদের স্বাভাবিক জীবনে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্ধশতাধিক মামলা ও প্রতিপক্ষের হামলার ভয়। আর গ্রেফতার আতঙ্ক ও হামলার ভয়ের কারণে গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে পড়ায় কাজ করতে না পারায় ক্ষেতের পাট ও আউশ ধান ক্ষেতেই পচে নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থা থেকে মামলা ও গ্রাম্য দলাদলির সুরাহা করে বাড়ি ফিরতে চায় গৃহহারা পালিয়ে বেড়ানো গ্রামবাসীরা। তবে পালিয়ে বেড়ানো গ্রামবাসীদের গ্রামে ফিরিয়ে আনার ব্যাপারে আলীনগর এলাকার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার বলেন, পালিয়ে থাকা গ্রামবাসীদের গ্রামে আনার সহজ পন্থা হচ্ছে সামাজিকভাবে বিবেচনা করে মামলাগুলো প্রত্যাহার করা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সকল সমঝোতা মানতে রাজি আছি। তবে প্রতিপক্ষরা যদি এতে সারা দেয় তবে গ্রামবাসীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা-মামলার ভয়ে গ্রামছাড়া সহস্রাধিক গ্রামবাসী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ