রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউপি থেকে আলীনগর ইউপি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় চরমভাবে জনদুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। উক্ত সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসাসহ হাটবাজারে চলাচল করতে গিয়ে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কটি যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) বিষয়টি নজরে নিচ্ছে না। ফলে জনদুর্ভোগ লাঘবের উদ্যোগ না থাকায় হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করছে গ্রামবাসী। ক্ষোভ প্রকাশ করে কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘গোপালপুর ইউপি থেকে আলীনগর ইউপি এই সড়কটির একটি অংশ পৌর এলাকার মিনাজদি রামনগর, গোপালপুরসহ কয়েকটি গ্রামের উপর দিয়ে যাওয়ায় ইউনিয়নবাসীর পাশাপাশি পৌরবাসীও চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তাই সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কটি দ্রুত সংস্কারের জন্য আমিও এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে) কয়েক দফা আবেদন করেছি। কিন্তু তারা বিষয়টি আমলে নিচ্ছে না। আমরা এর প্রতিবাদের পাশাপাশি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাই।’ এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজি বলেন, ‘ উক্ত সড়কটি সংস্কার করার জন্য মেয়র এনায়েত হোসেনও জোর তদবির চালাচ্ছে এবং আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। আশা করি শীঘ্রই সড়কটি সংস্কারের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।