রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা
বিপুল অংকের সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে মাছ আনার পর বিজিবি তা আটক করেছে। ১৩টি ট্রাকসহ সাত কোটি সাতানব্বই লক্ষ ষাট হাজার ৫শ’ টাকার এই মাছগুলো গত রোববার সন্ধ্যায় আটকের পর গতকাল সোমবার সকালে তা কাষ্টমস-এ জমা দিয়েছে বিজিবি। আটককৃত ১৩টি ট্রাকে রয়েছে ৬৫০ কেজি বোয়াল মাছ এবং ৪৭ টন ৬৮৫ কেজি সামুদ্রিক মাছ। সাতক্ষীরা ৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোঃ হাবিবুল্লাহ আল বাকী জানান, সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে ১৩ টি ট্রাকে করে মাছ নিয়ে এসে তা দেশের অভ্যন্তরে পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিজিবির একটি দল বাঁশকল চেকপোস্টে তা আটক করে। আটককৃত ট্রাকসহ মাছের মূল্য ধরা হয়েছে সাত কোটি সাতানব্বই লক্ষ ষাট হাজার পাঁচশ টাকা। উল্লেখ্য, ভোমরা স্থলবন্দরের একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাষ্টমস এর কয়েক কর্মকর্তাকে ম্যানেজ করে সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের মালামাল আনা নেওয়া করে থাকে। যা মাঝে মধ্যে বিজিবি সদস্যদের হাতে ধরাও পড়ে। এ নিয়ে বিজিবি এবং কাষ্টমস কর্তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।