Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রীড়া আদালত এখন মৃত!

ইএসপিএন | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

উয়েফা থেকে দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগ নিষেধাজ্ঞা পেলেও আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তা থেকে পার পেয়ে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ক্রীড়া আদালতের (সিএএস) রায়ে ভীষণ হতাশা স্প্যানিশ লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, ক্রীড়া আদালত এখন মৃত!
ম্যানসিটি অবশ্যই দোষী, অধিকাংশ মানুষই এমন মনে করে বলে জানিয়েছেন তেবাস। ক্রীড়া আদালতেও প্রমাণ হয়েছে ইংলিশ ক্লাবটি ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত উয়েফার বেধে দেয়া ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানেনি। এরপরও ক্লাবটি দুই বছরের নিষেধাজ্ঞা থেকে কীভাবে ছাড় পেল তা ভেবেই পাচ্ছেন না লা লিগা সভাপতি।
তিনি বলেন, ‘আমরা সবাই জানি সিটি কী করেছে। যখন উয়েফা তাদের শাস্তি দিয়েছে তখন ইউরোপিয়ান ফুটবলের বেশিরভাগই তাতে অবাক হয়নি। আমি বলবো না মানুষ তাতে খুশি হয়েছে। কিন্তু অন্তত বড় বড় মালিকানাধীন ক্লাবগুলো বিচারের আওতায় আসায় একটা স্বস্তি এসেছিল, এমন আরেকটি ক্লাব হল পিএসজি।’
তেবাস বলেন, ম্যানসিটি পার পেয়ে যাওয়ায় সরাসরি ক্রীড়া আদালতকেই দোষ দিচ্ছি। ম্যানসিটি আগামীবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে কারণ তারা যে সব কাজ ঠিকমত করেছে তা নয়। কারণ তারা খেলবে সিএএস ঠিকমত বিচার করতে পারেনি। সিএএস কী রায় দেয় তা আমার জানার ইচ্ছা ছিল। যখন তা প্রকাশ পেয়েছে আমি পড়েছি। অবাক হয়েছি যে গার্দিওলারা তাদের কাজ ঠিকমত করতে পারেনি, বরং সিএএস ভুল রায় দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘সিএএস অনেক আগেই মরে গেছে। অনেক বছর ধরেই আমার এমন সন্দেহ হচ্ছিল। কেবল এ রায়ের ক্ষেত্রেই নয়, আরও ক্ষেত্রেই তারা ভুল রায় দিয়েছে। এখানে কোনো স্বচ্ছতা নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ