Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে আরো ৯জনসহ মোট ৪৬জন করোনায় আক্রান্ত, ৮৫২জনের নমুনা সংগ্রহ!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৩:৫৩ পিএম

নাটোরের লালপুরে নতুন আরো ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় ৪জন মেডিকেল স্টার্ফ, একজন শিশু, একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য, একজন ছাত্রসহ মোট ৪৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩০জন।

শুক্রবার (১৭জুলাই) দুপুর ২ টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার রাতে ই-মেইল বার্তায় তাকে নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থকর্মীর সন্তান, একজন কর্মচারী, গ্রীন ভ্যালি পার্কের এক কর্মচারী, একজন ছাত্র ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুইজন কর্মচারীসহ ৯জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের খবর জানানো হয়। গত ১৮তারিখে ৭১জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো গত কাল (১৬ জুলাই) ১৬ জনের রিপোর্ট এসেছে এরমধ্যে ৯জনের রিপোর্টে পজেটিভ এসেছে। এপর্যন্ত উপজেলায় মোট ৪৬জন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি আরো জানিয়েছেন,‘গত ২ এপ্রিল থেকে এ পর্যন্ত উপজেলায় মোট ৮৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ৭৪১ জনের রিপোর্ট এসেছে এখনো ১১১ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। আর ৪ এপ্রিল প্রথম লালপুর উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়। সর্বশেষ গত ১৪ তারিখে ৭১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ