Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈদের নাটক রকেট ভাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ১১:০৯ এএম

তরুণ অভিনেতা মনোজ কুমার প্রামাণিক ইতোমধ্যে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসিত হয়েছেন। এই অভিনেতাকে নিয়ে ঈদের নাটক নির্মাণ করেছেন সাংবাদিক ও নাট্যনির্মিতা শেখ সেলিম। নাটকটির নাম রকেট ভাই। গত ১৫ জুলাই উত্তরার বিভিন্ন লোকেশন নাটকটির শুটিং হয়। এটি রচনা করেছেন বিদুৎ রায়। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম, সিয়াম নাসির, রাণী লাবণী উর্মি, আনোয়ার হোসেন, সাইফ, সায়মা শিকদার, মোতাহার হোসেন, অন্তর শেখ, মোস্তফা কুদ্দুস, শাকিব, শামীম প্রমুখ। নাটকটি ঈদে নাগরিক টিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা। এটি মিরাকী ও জেএ মাল্টিমিডিয়া থেকে নির্মিত হয়েছে। প্রযোজনা করেছেন মাসুম শেখ ও রাসেল আলম। নাটকটি প্রসঙ্গে মনোজ বলেন, গল্পটি খুবই সুন্দর, দর্শক নাটকটি দেখে আনন্দিত হবেন। আমি নাটকের কেন্দ্রীয় ‘রকেট ভাই’ চরিত্রে অভিনয় করেছি। অভিনেত্রী নাবিলা বলেন, রকেট ভাই নাটকের গল্পটি ভালো, কাজ করতে গিয়ে মনে হয়েছে খুব ভালো হচ্ছে। দর্শকের কাছেও ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোজ কুমার প্রামাণিক

১৭ জুলাই, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ