Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৩ জন করোনায় আক্রান্ত জেলায় এখন পর্যন্ত পজেটিভ ১১০৩: মৃত্যু ২১

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ১০:১৭ এএম

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১১০৩ জন কোভিড রোগী শনাক্ত হলো। আর জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কোভিড-১৯ আপডেটে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার কুষ্টিয়ার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে আরো ৩৩ জন ”করোনা পজিটিভ” শনাক্ত হয়েছে । নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুরে ২ জন, ভেড়ামারায় ২ জন, কুমারখালীতে ৯ জন, মিরপুরে ৩ জন, এবং কুষ্টিয়া সদরে ১৭ জন । আক্রান্তের মধ্যে পুরুষ ২৬ জন ও মহিলা ৭ জন। জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ১১০৩ জন কোভিড রোগী শনাক্ত হল। (বহিরাগত বাদে)। উপজেলা ভিত্তিক রোগী শনাক্তের মধ্যে দৌলতপুর ১৩৬, ভেড়ামারা ৯৭, মিরপুর ৬০, সদরে ৬১৬, কুমারখালী ১৫৯ এবং খোকসায় ৩৫ জন। পুরুষ রোগী ৮০৪ জন ও নারী ২৯৯ জন। গতকাল পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৬২০ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ৬১৮ জন (দৌলতপুর ৮৩, ভেড়ামারা ৮৩, মিরপুর ৪০, সদর ৩২২, কুমারখালী ৬৭, এবং খোকসায় ২৩)। বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪১৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে (কুমারখালী-৪, দৌলতপুর-১, ভেড়ামারা-১ এবং কুষ্টিয়া সদরে ১৫)। মৃতদের মধ্যে পুরুষ ১৭জন এবং মহিলা ৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ