বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউএনও‘র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক স্কুল ছাএী। উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের নবম শ্রেণির ছাত্রীর সাথে পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার সিমলাতলা গ্রামের একজন নির্মাণ শ্রমিকের সাথে বুধবার রাতে সু² কৌশলে বিয়ের আয়োজন চলছিল। বিয়ের সব আয়োজন শেষ বর আসতে বাকী।
স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনস্থলে পুলিশ পাঠান। বে-রসিক পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে পন্ড করে দেয় বাল্যবিয়ে। এসময় কনের অভিভাবকরা বিয়ের আয়োজন না করার মুচলেকা দিয়ে আটকের হাত থেকে রেহাই পান।
এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন ও ইউপি সদস্য বাবুল দাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক জানান, গোপনীয়তা রক্ষা করে ওই শিক্ষার্থীর বাল্যবিয়ের চেষ্টা চলছিল। খবর পেয়ে বিয়ে বন্ধ করে অভিভাবকের কাছ থেকে মুচলেকা রেখে দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।