Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহেদের পৃষ্ঠপোষকদেরও গ্রেফতার করে শাস্তি দিন -ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ৯:৪৯ এএম

শুধু সাহেদ নয়, তার পৃষ্ঠপোষকদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাহেদকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সাহেদকে কারা সাহেদ বানিয়েছে? সকল রাঘব বোয়ালদেরকেও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নেতৃদ্বয় বলেন, আত্মস্বীকৃত স্বাস্থ্যমন্ত্রী যিনি রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির কথা স্বীকার করেছেন। এই স্বাস্থ্যমন্ত্রী এখনও কিভাবে নির্লজ্জভাবে ক্ষমতায় থাকে, তা আমাদের বোধগম্য নয়। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা সাহেদকে গ্রেফতার করায় র‌্যাবসহ প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, স্বাস্থ্য বিভাগের সীমাহীন দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। অনেক মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে। এভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। নেতৃদ্বয় সাহেদ, ডা. সাবরিনাসহ সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ