গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শুধু সাহেদ নয়, তার পৃষ্ঠপোষকদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাহেদকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সাহেদকে কারা সাহেদ বানিয়েছে? সকল রাঘব বোয়ালদেরকেও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নেতৃদ্বয় বলেন, আত্মস্বীকৃত স্বাস্থ্যমন্ত্রী যিনি রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির কথা স্বীকার করেছেন। এই স্বাস্থ্যমন্ত্রী এখনও কিভাবে নির্লজ্জভাবে ক্ষমতায় থাকে, তা আমাদের বোধগম্য নয়। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা সাহেদকে গ্রেফতার করায় র্যাবসহ প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, স্বাস্থ্য বিভাগের সীমাহীন দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। অনেক মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে। এভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। নেতৃদ্বয় সাহেদ, ডা. সাবরিনাসহ সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।