মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এ যেন মরার ওপর খাঁড়ার ঘা! একেই করোনায় জর্জরিত তিনি, তার ওপর আবার বিশালাকার পাখির কামড় খেলেন। তীব্র যন্ত্রণা সহ্য করতে হল। কিছুটা রক্তও পড়ল। ব্যাপারটা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়েও হয়ে গিয়েছে।
তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসানারো। গত সপ্তাহে কোভিড পজিটিভ হওয়ার পর নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। বন্দিদশার মধ্যে একদিন বিকেলে বিশালাকার রিয়া পাখিদের খাবার খাওয়াতে গিয়েছিলেন তিনি। তখনই একটি পাখি তার হাতে কামড় বসিয়ে দেয়।
এমুর মতো দেখতে এই রিয়া পাখি দক্ষিণ আমেরিকার বিশেষ আকর্ষণ। সেই পাখি বোলসানারোর হাতে কামড়ে দেয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর সংবাদমাধ্যমে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য গত সপ্তাহের মঙ্গলবার কোভিড পজিটিভ হয়েছেন ৬৫ বছর বয়সি বোলসানারো। তবে তিনি এক্কেবারেই উপসর্গহীন। জ্বর, কাশি, শ্বাসকষ্ট কিছুই নেই তার। সূত্র : খবর অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।