Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিদেশি শিক্ষার্থীদের ভিসানীতি প্রত্যাহার করল ট্রাম্প প্রশাসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০০ এএম

প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করতেই হল ট্রাম্প প্রশাসনকে। বিদেশি ছাত্ররা সম্পূর্ণভাবে অনলাইনে ক্লাস করলে নিজেদের দেশে ফিরে যেতে হবে বলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে নীতি ঘোষণা করেছিল, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হল। বিখ্যাত কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়িক সংগঠনসহ নানা মহল থেকে ব্যাপক চাপের কাছে শেষ পর্যন্ত ঢোক গিলতেই হল হোয়াইট হাউসকে।
গত সপ্তাহে মার্কিন প্রশাসন ঘোষণা করেছিল, বিদেশি ছাত্রদের কিছু ক্লাস অফলাইনে করতে হবে। বিদেশি শিক্ষার্থীরা পুরোটাই অনলাইনে ক্লাস করলে স্টুডেন্ট ভিসা বাতিল করা হবে। তাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি বিদেশ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা অনেকেই পুরো টিউশন ফি-ও দিয়ে দিয়েছেন। বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ওই ছাত্র-ছাত্রীদের দেয়া ফি-এর উপর ভিত্তি করেই চলে।
আমেরিকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জানিয়ে দিয়েছে, ফল সেমেস্টারে তারা পুরো ক্লাস নেবে অনলাইনে। ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিবাসন নীতিতে বলা হয়েছিল, অফলাইনে যারা ক্লাস করবে তারা নিজেদের দেশে ফিরে ভার্চুয়াল ক্লাস করুক।
হার্ভার্ড ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) আগেই মামলা করেছিল ট্রাম্প সরকারের এই আকস্মিক সিদ্ধান্তের বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেটও। সূত্র : রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ