Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যে কারণে বর্ষায় রঙ বদলায়

এনডিটিভি | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০০ এএম

মাঠের চারদিক বৃষ্টির পানিতে ভরে গেছে। সেখানে খেলা করছে ঝাঁকে ঝাঁকে হলুদ রংয়ের ব্যাঙ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছবিটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের নরসিংহপুর এলাকার।

দুদিন আগে ভিডিওটি শেয়ার করেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রভীন কাসওয়ান। তিনি প্রায়ই অদ্ভুত অদ্ভুত সব ভিডিও পোস্ট করেন। ভিডিও পোস্ট করে প্রভীন লিখেছেন, ‘চাষের জমিতে লাফিয়ে বেড়ানো উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙ ভারতে পাওয়া যায়। এগুলোকে বুলফ্রগ বলা হয়। নাম ভারতীয় সোনাব্যাঙ’।
বছরের অন্য সময়ে এদের শরীরের রং অন্যরকম থাকলেও বর্ষায় সঙ্গিনীকে আকর্ষিত করতেই নিজের শরীরের রং বদলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ