যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ভিসা নবায়নের সুযোগ পাচ্ছে। প্রবাসী কর্মীদের ভিসা ও আইডির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়নের সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এছাড়া যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারাও জরিমানা ছাড়াই সে দেশত্যাগ করার সুযোগ পাবেন। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসা ও আইডির মেয়াদ গত ১ মার্চের পর শেষ হয়ে গেছে অথচ তারা বাংলাদেশসহ অন্য কোনো দেশে অবস্থান করছেন, তারা আমিরাতে গিয়ে এক মাসের মধ্যে আবেদন করলে কোনো ধরণের জরিমানা ছাড়াই ভিসা ও আইডির মেয়াদ বাড়াতে পারবেন। এছাড়া গত ১২ জুলাই থেকে যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়েছে, তারা আগামী এক মাসের মধ্যেই জরিমানা ছাড়া আরব আমিরাত ত্যাগ করতে পারবেন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
probashjibon.inqilab@gmail.com
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।