Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ক্যামেরার আদলে বাড়ি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ২:০৭ এএম

পেশায় ফোটোগ্রাফার রবি হাঙ্গল কর্নাটকের বেলগামে নিজের বাড়ি তৈরি করেছেন ক্যামেরার আদলে। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে বাড়িটি। পাশাপাশি ফোটোগ্রাফির প্রতি রবির ভালবাসার প্রশংসাও করছেন সবাই।

সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার ভৈরব সিংহ নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই বাড়ির ছবি। তার পর থেকেই আলোচিত হচ্ছে রবির তিনতলা বাড়িটি। বাড়িটির সামনে থেকে দেখলে মনে হবে, বিশালাকার একটি ক্যামেরা দাঁড় করানো রয়েছে। এক টুইটার ব্যবহারকারীর পোস্ট থেকে জানা গিয়েছে, বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ৯৫ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা। তবে শুধু বাড়ি তৈরির মাধ্যমেই ফোটোগ্রাফির প্রতি ভালাবাসা প্রকাশ করেননি রবি। তার তিনটি ছেলে রয়েছে। তিনি তাদের নাম রেখেছেন ক্যানন, নিকন, এপসন। সূত্র : ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ