মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৬ হাজার ৮০০ বছর পর গতকাল আবার দেখা দিল ধূমকেতু ‘নিওওয়াইজ’। সূর্য ডোবার পর পৃথিবীর বিভিন্ন স্থান থেকে খালি চোখেই আকাশে জ্বলজ্বল করতে দেখা যায় ধূমকেতুটি। গত ২৭ মার্চ নাসার উপগ্রহ নিওওয়াইজে প্রথম ধরা দেয় এই ধূমকেতু।
সূত্র জানায়, সূর্যকে বিদায় জানিয়ে আস্তে আস্তে পৃথিবীর দিকে আসছে নিওওয়াইজ। এর বৈজ্ঞানিক নাম ‘সি/২০২০-এফ৩’ হলেও ‘নিওওয়াইজ’ নামেই ডাকা হচ্ছে। টানা ২০ দিন বিশ্বের অন্যান্য প্রান্তের সঙ্গে বাংলাদেশেও দেখা যাবে এই ধূমকেতু। পৃথিবীর যত কাছে আসবে, ততই উজ্জ্বল হয়ে উঠবে তার লেজটি। শুধু সাদা ছাড়াও, কখনও কখনও রক্তিম আভাও হয়ে উঠতে পারে তার বর্ণ। আগামী ২২ জুলাই সবথেকে উজ্জ্বল ভাবে দেখা যাবে ধূমকেতুটি; কারণ সেদিন পৃথিবী থেকে মাত্র ১০ কোটি ৩০ লাখ কিলোমিটার। সেদিন সপ্তর্ষি মন্ডলের নিচে প্রায় ১ ঘণ্টা এ ধূমকেতু দেখতে পাওয়া যাবে।
বিজ্ঞানীরা জানান, এতদিন সূর্য ওঠার আগে এর দেখা পাওয়া যেত। গতকাল থেকে সে সময় পাল্টেছে। এখন থেকে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে প্রতিদিন প্রায় ২০ মিনিট এ ধূমকেতু দেখা যাবে। আজ থেকে প্রতিদিন ২ ডিগ্রি উপরে উঠতে থাকবে নিওওয়াইজ। জুলাইয়ের শেষ থেকে আস্তে আস্তে দৃষ্টি থেকে চলে যাবে ধূমকেতুটি। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।