মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হার্ভার্ড ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) আগেই পদক্ষেপ করেছিল। এবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেট। স¤প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা করে, বিদেশি ছাত্রদের কিছু ক্লাস অফলাইনে করতে হবে। বিদেশি ছাত্র-ছাত্রীরা পুরোটাই অনলাইনে ক্লাস করলে স্টুডেন্ট ভিসা বাতিল করা হবে। তাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে।
প্রসঙ্গত, আমেরিকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানই জানিয়ে দিয়েছে, ফল সেমেস্টারে তারা পুরো ক্লাস নেবে অনলাইনে। ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিভাসন নীতি হল, অফলাইনে যারা ক্লাস করবে তারা নিজেদের দেশে ফিরে ভার্চুয়াল ক্লাস করুক।
১৭টি স্টেটের ওই মামলায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন কেন এই সিদ্ধান্ত নিল, তার কোনও ব্যাখ্যা পর্যন্ত দেয়ার প্রয়োজন মনে করছে না। এটি একটি অবিবেচকের মতো নীতি। ট্রাম্প প্রশাসন প্রশাসনিক প্রক্রিয়া আইন লঙ্ঘন করছে।
বোস্টনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছে ক্যালিফোর্নিয়া স্টেটও। হার্ভার্ড ও ম্যাসাচুসেটস অফ টেকনোলজি-র দায়ের করা মামলার শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। সূত্র : নিউজ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।