Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসলামের জন্য বাংলাদেশের মাটি অত্যন্ত ঊর্বরÑমাওলানা আসজাদ মাদানী

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : উপমহাদেশের প্রখ্যাত আলেমেদীন মরহুম হোসাইন আহমদ মদনী (র:)’র সুযোগ্য পুত্র মাওলানা আসজাদ মাদানী বলেছেন, ইসলামের জন্য বাংলাদেশ একটি ঊর্বর ভূমি। ইসলামের সকল হুকুম আহকাম এখানে পালিত হয়। এ দেশের মুসলমানদের ঈমানী শক্তি অত্যন্ত সুদৃঢ়। আর তা সম্ভব হয়েছে এ দেশের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। মদিনা মনোয়ারা থেকে ইসলামী শিক্ষা সম্প্রসারিত হয়ে উপমহাদেশের দেওবন্দ আসে। সেখান থেকে বাংলাদেশসহ উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মাদ্রাসা শিক্ষাকে যে কোন মূল্যে টিকিয়ে রাখতে হবে। তিনি গত সোমবার রাতে দত্তপাড়া দারুল উলূম মাদ্রাসায় ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিনে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। আলহাজ আব্দুস সাত্তার সরকারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, উজানীর পীর মাওলানা আশেকে এলাহী।
মাওলানা আসজাদ মাদানী বলেন, সত্য কথা বলা, সত্য পথে চলা এবং সৎ কাজ করা মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঈমানী দৃঢ়তা নিয়ে সত্যকে আকড়ে ধরে সামনে এগিয়ে যেতে হবে। তিনি সকলকে মিথ্যা ত্যাগ করে সত্য বলার শপথগ্রহণ করান। এর আগে নরসিংদী জেলা প্রশাসক, মাওলানা আসজাদ মাদানীর সমাবেশ বন্ধ করে দেন। খবর পেয়ে এই প্রতিবেদক নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সাথে রাতে যোগাযোগ করলে তিনি জানান তারা মহ্া সম্মেলন করার পূর্বে প্রশাসনের কোন অনুমতি নেয়নি। এ ব্যপারে মোহতামিম সওকত হোসাঈন সরকার জানান তারা পূর্বেই আবেদন জানিয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ মাদ্রাসায় গিয়ে তদন্ত করে এসেছে। যার ফলে প্রথম দিনের মহাসম্মেলন অত্যান্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। কেউ বাধা দেয়নি। দ্বিতীয় দিন হঠাৎ কেন বাধা এল তা বুঝতে পারিনি। পরে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার হস্তক্ষেপে প্রশাসন সম্মেলনের বাধা প্রত্যাহার করে  নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামের জন্য বাংলাদেশের মাটি অত্যন্ত ঊর্বরÑমাওলানা আসজাদ মাদানী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ