Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সঙ্গীতশিল্পী সুমনা হকের জন্মদিন

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ সঙ্গীতশিল্পী সুমনা হকের জন্মদিন। নিজের মতো করেই দিনটি পার করবেন বলে জানান তিনি। তিনি বলেন, আজ আমার জন্মদিন হলেও বিশেষ কোন কিছুই করছি না। অন্য সাধারণ দিনের মতোই একটি দিন কাটবে। তবে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। অসাধারণ কণ্ঠের অধিকারী সুমনা হককে এখন খুব একটা গাইতে দেখা যায় না। নীরবে নিভৃতে নিজের মতো করেই জীবনযাপন করছেন গুণী এই সঙ্গীত শিল্পী। ছবি আঁকাআঁকিতেই বেশি ব্যস্ত। পরিকল্পনা ছিলো এ বছর নতুন চিত্রপ্রদর্শনী করার। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর আর চিত্রপ্রদর্শনী করা হচ্ছে না। তবে আঁকাআঁকি থেমে নেই। তবে এবারের ২২শে শ্রাবণে সুমনা হককে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের ‘ভালো যদি বাসো সখি’র বিশেষ পর্বে। নারগিস রহমানের প্রস্তাবনায় ও সৈয়দ জামানের প্রযোজনায় এই অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন সুমনা হক। সুমনা হক জানান, তিনি ‘তুমি রবে নীরবে’ গানটি পরিবেশন করবেন। আগামী ৩ আগস্ট গানটির রেকর্ডিং সম্পন্ন হবে। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুমনা হক বলেন, ‘২২শে শ্রাবণ উপলক্ষেই রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি। এখন আর আগের মতো গানে নিয়মিত হতেও ইচ্ছে করে না। তারপরও নিজের একান্ত ভালোলাগা থেকেই রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি।’ এদিকে ২০১০ সালে বেঙ্গল মিউজিক থেকে সুমনা হকের প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম ‘তুমি রবে নীরবে’ বাজারে আসে। এতে মোট গান আছে ১১টি। উল্লেখ্য ‘ভালো যদি বাসো সখি’ অনুষ্ঠানে আরো গাইবেন রফিকুল আলম, সামিনা চৌধুরী, নারগিস রহমান।
ছবি : সুমনা হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ সঙ্গীতশিল্পী সুমনা হকের জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ